ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

দিনাজপুরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০১ এপ্রিল ২০২৪ , ০৬:৫৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

দিনাজপুর জেলাসহ আশপাশের উপজেলাগুলোতে দিনদিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে পথচারীদের কষ্ট পোহাতে হচ্ছে। 

বিজ্ঞাপন

সোমবার (১ এপ্রিল) বিকেল ৩টায় দিনাজপুর জেলায় ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন। 

বিজ্ঞাপন

হিলির রাস্তায় কথা হয় আরমান নামের এক অটোরিকশা চালকের সঙ্গে। তিনি বলেন, প্রচণ্ড রোদের মধ্যে অটোরিকশা চালাতে কষ্ট হচ্ছে। সামনে ঈদ, পরিবারের ঈদের পোশাকসহ বিভিন্ন খরচ রয়েছে, যার জন্য কষ্ট করে হলেও এই রোদের মধ্যে অটোরিকশা নিয়ে বের হয়েছি। তবে আগের থেকে যাত্রী সংখ্যা অনেকটাই কম।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এটি আরও কয়েক দিন থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে এখন তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মাঝে মাঝে ৫ থেকে ৭ মিনিটের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। রোববার (৩১ মার্চ) ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগামীতে তাপমাত্রা কম-বেশি হতে পারে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |